এক নজরে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) বাংলাদেশে নির্মাণ অঙ্গনের পথিকৃত। প্রায় দুইশত বৎসর ধরে পিডব্লিউডি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় মান নির্ধারণ এবং সরকারী নির্মাণ জগতে এককভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এটি সরকারী নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্ব-শাসিত সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়নেও এর ভূমিকা রয়েছে। গণপূর্ত বিভাগে প্রশিক্ষিত এবং অভিজ্ঞতাসম্পন্ন সিভিল, ইকেট্রিক্যাল ও মেকানিক্যাল ডিগ্রীধারী সু-সংগঠিত প্রকৌশলীবৃন্দ এবং কারিগরী লোকবল আছেন, যাদের সুনিপুন হাতে গড়ে উঠেছে বৈচিত্রময় স্থাপনাসমূহ। এদের সাথে স্থাপত্য অধিদপ্তরের স্থপতিরা পাশাপাশি কাজ করে থাকেন। গণপূর্ত বিভাগ এখনও তার স্ব-মহিমায় উজ্জ্বল। বছরের পর বছর ধরে গড়ে ওঠা পেশাদারিত্ব ও বৈচিত্রময় কাজের অভিজ্ঞতা পিডব্লিউডি এর মানকে করেছে সুউচ্চ ও সমৃদ্ধ। যে কোন নির্মাণ প্রকল্পের জন্য তাই পিডব্লিউডি-ই সবার প্রথম পছন্দ। সরকারী নির্মাণ সংস্থা ছাড়াও পিডব্লিউডি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের নির্মাণ শিল্পে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। সারা বাংলাদেশে প্রতিটি জেলায় পিডব্লিউডির এক বা একাধিক নির্বাহী প্রকৌশলী এবং উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস রয়েছে। রাজবাড়ী জেলায় গণপূর্ত অধিদপ্তরের ১টি নির্বাহী প্রকৌশলীর অফিস ও গণপূর্ত বিভাগের অধীনে ২টি উপ-বিভাগ রয়েছে। রাজবাড়ী গণপূর্ত বিভাগ ১৯৯০ইং সাল হতে তার কার্যক্রম শুরু করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস